শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বরগুনায় ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

Facebook
Twitter

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার নলটোনা ইউনিয়নে মানিক (৩৬) নামের একজনকে কুপিয়ে রক্তাক্তের ঘটনায় সদর উপজেলার নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই ঘটনায় আহত আবদুল্লাহ বাদি হয়ে বরগুনা সদর থানায় এ মামলা দায়ের করেন। বরগুনা সদর থানা ওসি আবির হোসেন শনিবার (২৩ মে) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, ডিসি বরাবর চেয়ারম্যান গোলাম কবীরের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের লিখিত অভিযোগ দেওয়ার জেরে গর্জবুনিয়া গণকবর এলাকায় মানিকের মোটর সাইকেলের গতিরোধ করে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে মানিককে এলোপাতাড়ি কুপিয়ে যখম করেন।

এ মামলায় এজাহারের আসামিরা হলেন, মুছা শহীদ, হুমায়ুন কবীর (ইউপি চেয়ারম্যান) শহীদ ওরফে কালা শহীদ, মিজান, সোহাগ, সোহেল, জামাল চৌধূরি, ইলিয়াস রনি, তানজিল ও তুষার। এর মধ্যে মিজান ও সোহাগ ও সোহেল চেয়ারম্যান কবীরের ভাইয়ের ছেলে।

অভিযুক্ত চেয়ারম্যান গোলাম কবীর অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাইয়ের ছেলেরা ঘটনাস্থলে উপস্থিত ছিল না। রাজনৈতিক প্রতিপক্ষ এ ঘটনাকে পুঁজি করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবির হোসেন মোহাম্মদ বলেন, অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়