শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
Menu
Menu

বরগুনায় কবুতর চুরির অপবাদে এক কিশোরকে পিটানোর ভিডিও ভাইরাল, আটক-১

Facebook
Twitter

গোলাম কিবরিয়া, বরগুনা।।
কবুতর চুরির অপবাদে সজিব নামের এক কিশোরকে পাইপের সঙ্গে বেঁধে প্রকাশ্যে পিটিয়ে জখম করেছে কিরণ ও তার বাবা নিজাম সিকদার। সোমবার (০৮ জুন) সেই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল বাজারে ঘটনাটি ঘটে। ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত কিরণকে আজ সোমবার আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই একই গ্রামের নিজাম সিকদারের ছেলে কিরণ কবুতর পালন করে। ৪ জুন তার কবুতর চুরি হয়। ৫ জুন শুক্রবার সকালে কিরণ ও তার বাবা নিজাম সিকদার একই গ্রামের জলিলের ছেলে সজিবকে ধরে পরীরখাল বাজারে নিয়ে আসে। শত মানুষের সামনে কবুতর চুরির অপবাদে সজিবকে পাইপের সঙ্গে পিছনে হাত বেঁধে কিরণ ও তার কাবা নিজাম সিকদার বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। সজিবের চিৎকারে পরীরখালের আকাশ ভারী হলেও কিরণ ও তার বাবা নিজামের হৃদয় মায়া জমেনি। বর্বরতার দৃশ্য শত মানুষ দেখে ভিডিও ধারণ করলেও কেহ প্রতিবাদ করতে সাহস পায়নি। সজিবের মা রেণু বেগম বুকফাটা আর্তনাথ করলেও তার ছেলেকে সেদিন কেহ রক্ষা করেনি।

রেণু বেগম বলেন, আমি একজন মা হয়ে ছেলের নির্যাতন চোখের সামনে দেখতে হয়েছে। স্থানীয় ভাবে কারো কাছে বিচার না পেয়ে বরগুনা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন বলেন, আমরা কিরণের মায়ের অভিযোগ রেকর্ড করেছি। এ ঘটনায় জড়িত কিরণকে সোমবার গ্রেফতার করা হয়েছে। অপরাধী যে কেহ হোক কোন ছাড় দেয়া হবে না। কেহ অপরাধ করলে তার জন্য আইন রয়েছে। কেহ আইনের উর্ধে নয়।

জনপ্রিয়