রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বরগুনায় ডিজিটাল সুরক্ষা আইনের মামলায় দুই সাংবাদিকসহ ৪জন গ্রেফতার

Facebook
Twitter

গোলাম কিবরিয়া, বরগুনা।।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় বরগুনার দুই সাংবাদিকসহ চারজনতে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৬ মে) রাতে পৃথক পৃথক তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানা ওসি আবির হোসেন মোহাম্মদ।

গ্রেফতারকৃত এ দুই সাংবাদিক হলেন,২৪ নিউজ ( টিভি চ্যানেল),বাংলা ট্রিবিউন ও দেশ রুপান্তর জেলা প্রতিনিধি সুমন শিকদার এবং দৈনিক বর্তমান,বাংলা নিউজ ২৪ ডট. কম ও স্থানীয় দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক মীর জামালসহ একই মামলায় স্থানীয় চরকলনীর রমিজ জাবের টিংকু ও ছগীর হোসেন টিটু নামের এ চারজন গ্রেফতার হয়েছেন। এ মামলায় অন্য আসামিরা হলেন, আসাদ সবুজ, রাব্বি, ও রুবেল। গ্রেফতারকৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে।

সদর থানার ওসি আবির হোসেন মোহাম্মদ জানান, বুধবার লামিয়া নামে এক নারী তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় সাতজন নামীয় আসামি রয়েছেন। আসমিদের বিরুদ্ধে ওই নারী ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

জনপ্রিয়