বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

বরগুনায় দুই কেজি গাঁজাসহ ৩জন গ্রেফতার

Facebook
Twitter

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় দুই কেজি গাঁজাসহ ২কিশোর মাদককারবারীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেও গ্রেফতার করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন) রাতে বরগুনা গোয়েন্দা শাখা (ডিবি) পরিদর্শক মো. হারুন অর রশিদের নেতৃত্বে উপজেলার খুড়িয়ার খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাজাসহ ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের সুনামগঞ্জ জেলার মোহনপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে কিশোর মাদক কারবারি মো. সুমন আহমেদ (১৬) ও একই এলাকার মঞ্জুর আলীর ছেলে জোবায়ের আহমেদ ওরফে মো. রনি আহমেদ (১৫) এবং আমতলী চলাভাঙ্গা গ্রামের আবদুল মন্নান হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৩২) কে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি হারুন-অর-রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই কিশোর কারবারি ও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আমতলী থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

জনপ্রিয়