গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার বদরখালী গ্রামে দুই সন্তানের মা বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (০৯ জুন) বিকেল ছয়টা পনের মিনিটের দিকে গৃহবধূ মোসাঃ মুক্তা (৩০) এর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটে। মুক্তা বদরখালী গ্রামের মতি মল্লিকের ছেলে মহারাজের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে,মুক্তা স্বামী-সন্তান নিয়ে ঢাকায় থাকতো। গত এক বছর আগে তার খালুশশুর বাড়ি পাশের জমি কিনে তাদের বসতঘর নির্মাণ করে। বেশ ভালোই চলছিল তাদের সংসার। তার স্বামী মহারাজ থাকতো ঢাকায়। সে তার শাশুড়ি দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি থাকতো। তার কিছুদিন পরেই স্বামীর খালাতভাই ইলিয়াস (১৯) এসএসসি পরীক্ষার্থী ছিল। পরীক্ষার আগমূহত্রে তার সাথে ছেলে বড়সন্তান রেখে ছোট সন্তান নিয়ে পালিয়ে যায়। কিছুদিন পরে অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে পাওয়া যায়। একপর্যায়ে তাদের কে বাড়িতে নিয়ে আসে, তাকে আবার মেনেও নিয়েছিল। গত সপ্তাহে নিহত মুক্তা তার বাবার বাড়ি মাদারীপুর বেড়াতে যায়। নিহতের বাবার বাড়ি মাদারীপুর সদর উপজেলার আধিকপুর গ্ৰামে, তার বাবার নাম আবুল মৃধা।
স্থানীয়রা আরও বলেন,সে আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে শশুরবাড়ি পৌঁছায়। পৌছাবার সাথে সাথেই শাশুড়ির হাতে বাচ্চাটি দিয়ে বমি করে দেয়। তারপরে শাশুড়ির সাথে বলে, আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি। এরপর অসুস্থ হয়ে পড়লে শাশুড়ি এবং গ্রামের লোকজন ও স্থানীয় চৌকিদার তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হসপিটালের কর্তব্যরত চিকিৎসক ৬ টার দিকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে স্থানীয় মহিলা ইউপি সদস্যের স্বামী নিজাম খান ও স্থানীয় চৌকিদার জাফর খান জানান, গত এক সপ্তাহ আগে বাবার বাড়ি মাদারীপুর গিয়েছিল। সেখান থেকে আজ দুপুরে পরে শ্বশুর বাড়ি আসার সাথে সাথেই গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এবং বরগুনায় আসার পরে সে মারা যায়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম মিলন জানান, স্থানীয় লোকজনের কথা শুনে বুঝতে পেরেছি পারিবারিক কলহে মৃত্যু হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।