বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

বরগুনায় ধারের টাকা চাওয়ায় বৃদ্ধের বাগানের গাছকেটে ফেলেছে প্রতিপক্ষ

Facebook
Twitter

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় ধারের টাকা চাওয়ায় বৃদ্ধের বাগানের গাছ শনিবার (০৬ জুন) গভীর রাতে কেটে ফেলেছে প্রতিপক্ষ। সদর উপজেলার এক নম্বর বদরখালী ইউনিয়নের পাতাকাটা ৭ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটেছে। তিনি দীর্ঘ ২০ বছর যাবত একা বসবাস করে আসছে এ বৃদ্ধা ফাতিমা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতিতে বৃদ্ধের ছেলে মোঃ রুস্তুম আলীর নিকট হতে মোঃ হাবিবুর রহমান মাতুব্বর ৩ লক্ষ ৫০ হাজার টাকা ধার নেয় আর তা পরিশোধ না করে টালবাহানা শুরু করে। পরে ভুক্তভোগী তার নামে উপযুক্ত প্রমানসহ ঢাকা জজ কোর্টে মামলা করেন উক্ত ঘটনার জের ধরে নিম্নোক্ত ব্যক্তিরা গতকাল রাতে বৃদ্ধের প্রায় শতাধিক দন্ডায়মান মেহগনি গাছ কর্তন করেছে।

অভিযোগ সূত্রে জানা যায় ,অভিযুক্ত কারিরা হলো মৃত আকবর মাতুব্বর ছেলে মোঃ হাবিবুর রহমান মাতুব্বর, মোঃ হাবিবুর রহমান মাতুব্বরের ছেলে রাব্বি,মোঃ মোশারফ হোসেনের ছেলে জাহিদুর রহমান সাগর,মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ ইমাম হোসেন ও মৃত মোচলেম মাতুব্বরের ছেলে মোঃ মোশারফ হোসেন।

ভুক্তভোগী বৃদ্ধা ফাতিমা বেগম জানান , আমি খুব অসহায় আমার ছেলেরা ঢাকায় থাকে আমি খুব অসহায় মানুষ আমাদের টাকা ধার নেয়ার পর তারা কেন জানি এমন করছে। আমাদেরকে মেরে ফেলতে চাই তারা। আমরা তাদের বিচার চাই।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরজিত কুমার ঘোষ বলেন, এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়