গোলাম কিবরিয়া, বরগুনা।।
সারা বিশ্বে করোনা প্রাদুর্ভাবে সবকিছু লকডাউন করে দেয় সরকার। দুইমাস বন্ধ থাকার পর সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী চলাচলের কথা বলা হলেও কিছুতেই মানছে না লঞ্চ কর্তৃপক্ষ। শুক্রবার (৫ জুন) দুপুর থেকে বরগুনা নদী বন্দরে থাকা এমকে শিপিং লাইনস সপ্তবর্না লঞ্চে একটু একটু করে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বিকেল গড়াতেই দেখা যায় ইংলিশ ফাইলের মত গাদাগাদি করে যাত্রী বসা।
বিআইডব্লিউটিএ’র নীতিমালায় বরগুনা থেকে প্রতিদিন ৩ টি লঞ্চ ছাড়ার কথা থাকলেও এমকে শিপিং লাইনস কোম্পানির মালিক রাসেল খানের বেশি লঞ্চ হওয়ায় এবং কম খরচে ব্যবসা বেশি হওয়ার জন্য একটি লঞ্চ চালায়ন চালায়ন করে প্রতিনিয়ত। এতে করে যাত্রী ভোগান্তি সহ মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
প্রতিটি লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতার দেড় থেকে দ্বিগুন যাত্রী ওঠানো হয়। যাত্রীরা স্বাস্থ্যবিধির কথা জানলেও কিছুতেই মানছে না লঞ্চ কর্তৃপক্ষ। এ অবস্থায় করোনা মহামারি আরও ছড়িয়ে পরার আশংকাও দেখা দিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি আশ্বাস দিয়েছেন আগামীকাল থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।