গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা জেলা সঞ্চয় অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। বরগুনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪১ জন। আক্রান্ত এই কর্মকর্তা দুদিন আগে ভোলা থেকে বরগুনা এসেছেন। করোনা পজিটিভ রিপোর্ট আসার সাথে সাথেই তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ওই অফিসের সহকারী খবর শুনে অফিসে তালা মেরে পালিয়েছেন। অফিসটি লকডাউন করা হয়েছে।
বরগুনার সিভিল সার্জন ডাক্তার হুমায়ূন শাহিন খান জানিয়েছেন, শুক্রবার (১৫ মে) পর্যন্ত ১ হাজার ২৩০ জনের নমুনা পাঠানো হয়েছিলো। যাদের মধ্যে ১ হাজার ১১০ জনের ফলাফল পাওয়া গেছে। বরগুনার করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ২৭ জন সুস্থ হয়েছেন। ২ জন মৃত্যুবরন করেছেন। ১২ জন চিকিৎসাধীন