বিশেষ প্রতিবেদক।।
চলমান করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে ‘বয়হুড ফেন্ডস’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের সদস্যদের অনুদানের মাধ্যমে ইতোমধ্যে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের ৩০০ পরিবারকে এক হাজার টাকা করে মোট তিন লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের অন্যতম উদ্যোক্তা মো. ইকবাল হোসেন জানান, অসহায় মানুষের জন্য আমাদের সাধ্যমত এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।