বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

বরিশালে এসএসসিতে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা

Facebook
Twitter

রূপালী ডেস্ক।।
এ বছর এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে ৪ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

রোববার (৩১ মে) বেলা সোয়া ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন। এর আগে সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইনের স্বাক্ষরিত রিপোর্টে জানা গেছে, বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে পি‌রোজপুর জেলা। প্রতিবারের মতো এবারো বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ হারে এগিয়ে রয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডে গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৪১ শতাংশ। এবার গত বছরের তুলনায় পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বে‌ড়ে‌ছে।

আর পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ হাজার ১৩ হাজার ২৯৫ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৪৬৭ জন এবং ছাত্রী ৫৬ হাজার ৮২৮ জন। পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন। তাদের মধ্যে ৪৩ হাজার ৩৫ জন ছাত্র আর ৪৬ হাজার ৫৮১ জন ছাত্রী।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ শিক্ষার্থী। যার মধ্যে আট লাখ ৪৩ হাজার ৩২২ ছাত্রী। ছাত্রের তুলনায় ৫১ হাজার ৪০৪ ছাত্রী বেশি।

মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

জনপ্রিয়