শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বরিশালে ছয় দফা দাবিতে শ্রমিকদের মানববন্ধন

Facebook
Twitter

রূপালী ডেস্ক।।
শ্রমিকদের কাজের ব্যবস্থা, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল মওকুফসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে জেলা শ্রমিক সমন্বয় কমিটি।

বুধবার (১০ জুন) সকাল দশটায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন আয়োজিত জয়।

এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ছয় দফা দাবির কথা তুলে ধরে বলেন, করোনাকালীন সময় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আর্থিক অনুদান বা সুদমুক্ত ব্যাংক ঋণ প্রদানসহ ব্যাংক থেকে নেয়া ক্ষুদ্র ঋণ মওকুফ করতে হবে। যানবাহনের ভাড়া কমাতে হবে। শ্রকিমদর গ্রুপ বীমার আওতায় আনতে হবে। বীমা খরচ সরকার ও প্রতিষ্ঠানকে বহন করতে হবে।

জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক সমন্বয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট একে আজাদ এবং সমন্বয়ক মো. আলাউদ্দিন মোল্লা প্রমুখ।

জনপ্রিয়