রূপালী ডেস্ক।।
বরিশালে করোনা সংক্রমন রোধে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের দায়ে ২ ড্রাইভার ও ১ জন দালালকে আটক করেছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার (২৯ মে) বেলা ১ টার দিকে বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ এলাকায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদের নের্তৃত্বে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহানের পরিচালনায় (ওসি অপারেশন)এস আই মোস্তাফিজুর রহমানেরর সহযোগিতায় লকডাউন কার্যকরে অভিযান পরিচালিত হয়েছে।
এ সময় যাত্রী পরিবহনের দায়ে ২ টি মাইক্রোবাসের ড্রাইভার ও ১ জন দালাল কে আটক করা হয়েছে।
পরে বিকাল ৪ টায় বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদাৎ হোসেন এসে মাইক্রোবাসের ড্রাইভার মোঃ শফিকুল ইসলাম ও ফিরোজ আলমকে ৪ হাজার টাকা এবং দালাল মোঃ আল আসিনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,এস আই মোস্তাফিজুর রহমান,এস আই এনামুল,এ এস আই এবি ফেরদাউস প্রমুখ।