রূপালী বার্তা।।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা শাহান আরা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (০৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল মুসলিম কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল সোয়া ৮টায় কবরস্থান সংলগ্ন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার পরিবারের সদস্য আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী, প্রশাসন ও আওয়ামী লীগের স্বল্প সংখ্যক নেতাকর্মীসহ নগরীর বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।
দাফনের আগে মরহুমাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টাও ছিলেন তিনি। শাহানা আবদুল্লাহর মৃত্যুতে বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ সোমবার থেকে চারদিনের শোক পালন করবে।
বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী ছিলেন তিনি। মৃত্যুকালে স্বামী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত, রবিবার (০৭ জুন) রাত সাড়ে ১১টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।