সোমবার, ২৭ জুন ২০২২, ০২:২৪ পূর্বাহ্ন
১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
স্বাস্থ্য-চিকিৎসা।।
বরিশালে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২১ জাতীয় সংসদে পাশ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির ব্যানারে মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০ টার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস্ এসোসিয়েশনের সভাপতি ডা. মো. সাইদুর রহমান কামালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. হুমায়ুন ককবির, ডা. এইচএম ইমরুল আহমেদ ও ডা. সাঈদ মাহমুদসহ অন্যান্যরা।
বক্তারা অবিলম্বে জাতীয় সংসদে হোমিওপ্যাথিক আইন-২০২১ পাশ করার দাবি জানান। এছাড়াও মানববন্ধনে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখা ও উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির দাবি জানানানো হয়।
মানববন্ধন শেষে হোমিও চিকিৎসক নেতৃবৃন্দ বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন।