রূপালী ডেস্ক।।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর করোনা দূর্যোগে সংকটকালীন সময়ে জনগণ ও দলের নেতা কর্মীদের পাশে দাড়ানোর আহবানে সাড়া দিয়ে শের ই বাংলা মেডিকেল কলেজ শাখার সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে মঙ্গলবার (১৯ মে) বরিশাল মহানগর ও জেলা ছাত্রদল এর ৫০ জন কর্মীকে ঈদ উপহার পৌছে দেয়া হয়।
ছাত্রদল বরিশাল বিভাগীয় সাংগঠনিক টীমের প্রধান, কেন্দ্রীয় সংসদের ১নং সহ-সভপতি জাকিরুল ইসলাম জাকিরের এর মাধ্যমে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের সহযোগিতায় কর্মীদের লিস্ট প্রস্তুত করে উপহার পৌছে দেয়া হয়।
ছাত্রদল কর্মীদের কাছে উপহার পৌছে দেন ডা সিমান্ত,ডা নাইম,ডা মনি,ডা জাহিদ,ডা রিফাত। প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল শের ই বাংলা মেডিকেল কলেজ শাখার এই কার্যক্রম পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন জেলায় চলমান রাখার চেষ্টা করে হবে বলে জানান শের ই বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রদল এর সাবেক নেতারা।