জাকিরুল আহসান।।
সাধারণত শুষ্ক কাশি ও জ্বরের মাধ্যমে উপসর্গ শুরু হলেও চূড়ান্ত পর্যায়ে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয়। রোগীর এই ক্রিটিক্যাল মুহূর্তে সবচেয়ে জরুরী ‘হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা’। সাধারণ মাস্কে সর্বোচ্চ ৪০ পারসেন্ট অক্সিজেন সরবরাহ করা যায়, সেখানে ‘হাই ফ্লো ন্যাসাল ক্যানুলাতে’ প্রায় (শতভাগ) ১০০ পারসেন্ট অক্সিজেন সরবরাহ করা যায়, যদি সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন সচল থাকে। অথচ এই ভয়াবহ পরিস্থিতিতে বরিশাল বিভাগের কোন হাসপাতালে একটিও জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহের যন্ত্র ‘হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা’নেই।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) বরিশাল শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাসরেফুল ইসলাম সৈকত রূপালী বার্তাকে জানান, বরিশালে মানুষ বাঁচানোর জন্য দরকার High Flow Nasal Canula । এটা ভেন্টিলেটরে দেয়ার আগের ধাপ। ভেন্টিলেটর সাধারণত ৫ থেকে ১০ ভাগ রোগীর প্রয়োজন হয়, যাদের অধিকাংশ ফিরে আসে না। অক্সিজেন সরবরাহ নিশ্চিত না করা গেলে এই রোগীদের-ই পরবর্তীতে ভেন্টিলেটর বা আইসিইউ সাপোর্ট লাগে যেখানে দক্ষ লোকবলের রয়েছে ভয়াবহ সংকট। ২৪ ঘন্টা ভেন্টিলেটর চালানোর মত দক্ষ জনবল নেই। সেখানে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারে।
তিনি বলেন, High Flow Nasal Canula এর দাম মাত্র সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখ। দুঃখের বিষয় আমাদের পুরো বরিশাল বিভাগে এই যন্ত্র একটিও নেই। চট্টগ্রামে ‘হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা’ আনার পর সাম্প্রতিক কালে মৃত্যুহার অনেক কমেছে বলে জানান এই চিকিৎসক।
ডা. সৈকত বলেন, বরিশালের শীর্ষ চিকিৎসকরা ও বিএমএ এর পক্ষ থেকে বরিশালের শিল্পপতিদের সাথে কথা বলছেন। এতে কেউ কেউ সাড়া দিয়েছেন। এমইপি গ্রুপ ৩ টি, সুন্দরবন গ্রুপ ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ১ টি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া বরিশালের খান সন্স, অপসোনিনসহ বিভিন্ন বড় প্রতিষ্ঠানে যোগাযোগ করা হবে। আামরা দেখতে চাই বরিশালকে কে কত ভালবাসেন।
বিত্তবান কেউ সাহায্য করতে চাইলে চার জনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে নগদ টাকা গ্রহনযোগ্য নয়, সরাসরি (ইমপোর্টার) আমদানীকারক এর সাথে যোগাযোগ করিয়ে দেয়া হবে।
যোগাযোগ কতে হবে-
বিএমএ সভাপতি সভাপতি ডা. মোঃ ইসতিয়াক হোসেন- 01711734502, অধ্যাপক ডা. জহুরুল হক মানিক 01713460487, অধ্যাপক ডা. বিপ্লব কুমার দাস 01711190944 ও বিএমএ সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান শাহীন 01711312764.