বিনোদন ডেস্ক।।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থমকে আছে বলিউড। ময়নাতদন্তের রিপোর্টে এই মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। সুশান্ত কী কারণে অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন তার মৃত্যুর পর গুরুত্ব পাচ্ছে এই বিষয়টি। অনেকেই এটাকে খুন বলেও দাবি করছেন।
তাই মুম্বাই পুলিশের এই মৃত্যুর তদন্ত চালিয়ে যাচ্ছেন এখনো। এবার বলিউডের পাঁচটি প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠাতে চলেছে মুম্বাই পুলিশ। জানা গেছে, ওই পাঁচ প্রযোজকের বয়ানও রেকর্ড করা হবে। তবে আপাতত প্রযোজনা সংস্থাগুলোর নাম গোপন রাখা হয়েছে।
ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এছাড়া সুশান্তের এক ঘনিষ্ট বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সুশান্ত মৃত্যুর আগে সেই কাছের বন্ধুর সঙ্গে একাধিকবার কথা বলেছেন। পাশাপাশি সুশান্তের মোবাইল ফোন ও ল্যাপটপেরও ফরেন্সিক তদন্ত হবে।
রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় সুবারবান ভিলে পার্লের পবন হংস শ্মশানে সম্পন্ন হয়েছে বলিউডের এই অভিনেতার শেষকৃত্য। যেখানে উপস্থিত ছিলেন- পরিবারের সদস্য, বড় এবং ছোট পর্দার তারকারা।
সুসান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রশ্ন তুলতে শুরু করে তার ভক্তরা। ছিছোঁড়ের পর গত ৬ মাসে একের পর এক সিনেমা হাতছাড়া হয়েছে সুশান্তের। এমন দাবি করেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। সুশান্ত সিং রাজপুতকে চুক্তি করিয়েও সিনেমাগুলো কেন থেকে সরিয়ে দেওয়া হল?, সে বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিশ।
এদিকে সুশান্তের মৃত্যুর জন্য আঙুল তুলে একতা কাপুর, করণ জোহর এবং সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী সুধীর কুমার ওঝা ওই মামলা দায়ের করেন মুজফ্ফরপুরে।