স্পোর্টস ডেস্ক।।
করোনাকালে কিছুদিন আগেই দুঃসংবাদ শুনেছেন ল্যান্স ক্লুজনার। বেতন কর্তণ হচ্ছে আফগানিস্তানের এই হেড কোচের। এর সঙ্গে আরেকটি সুসংবাদও পেলেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার। আবুধাবি টি-১০ লিগে বাংলা টাইগার্সের টিম ডিরেক্টর নিযুক্ত হয়েছেন তিনি।
গত মৌসুমে প্রথমবার নাম লিখিয়েই তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ ভিত্তিক দল বাংলা টাইগার্স। সবাইকে চমকে দেওয়াতে নতুন আসরে আরও কিছু করে দেখাতে চায় দলটি। সেই লক্ষ্যেই ক্লুজনারকে দলে নেওয়া হয়েছে। দলটির চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসি চৌধুরীও বললেন সেই কথা-ই, ‘টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দল হয়ে উঠতে বাংলা টাইগার্স কাজ করে যাচ্ছে। এ কারণেই ক্লুজনারকে দলে যুক্ত করা হয়েছে।’
এ বছরের টি-১০ লিগ অনুষ্ঠিত হওয়ার কথা ১৯ নভেম্বর থেকে। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টুর্নামেন্টটি চলার কথা ২৬ নভেম্বর পর্যন্ত।
গতবার বেশ কিছু তরুণ ক্রিকেটারকে রেখেই বাংলা টাইগার্স টিম তৈরি করেছিল। তাতে ছিলেন- এনামুল হক, আবু হায়দার, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিক, ইয়াসির আলী, মেহেদী হাসান ও আরাফাত সানি।
এছাড়া ১০জন বিদেশি ক্রিকেটারও ছিলেন। এরা হলেন- থিসারা পেরেরা, শেহান জয়াসুরিয়া, লিয়াম প্লাঙ্কেট, টম মুরস, হাসান আলী, কলিন ডি গ্র্যান্ডহোম, আন্দ্রে ফ্লেচার, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক ও জেমস ফকনার।