শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বাউফলে করোনা আক্রান্ত এক ব্যবসায়ীর মৃত্যু

Facebook
Twitter

এ.এফ.এম রিয়াজ, বাউফল।।
বাউফলে করোনায় আক্রান্ত হয়ে হালিম বক্স (৫০) নামের এক ব্যক্তি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজের আইসোলেশনে মারা গেছেন। তার বাড়ি বাউফল উপজেলার কালিশুরী গ্রামে। তিনি কালিশুরী বন্দরে ব্যবসা করতেন।

মৃত ব্যক্তির ভাতিজা প্রভাষক আমিনুল ইসলাম জানান, ২২ এপ্রিল তার চাচা হালিম বক্সের শরীরের করোনার উপসর্গ দেখা দিলে ওই দিনই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হলে পজেটিভ আসে।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, করোনা আক্রান্তে মৃত্যু হওয়া ওই ব্যবসায়ীর লাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুযায়ী তার গ্রামে বাড়ি দাফন করা হবে।

জনপ্রিয়