রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বাউফলে ৩৪ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর ভাসমান লাশ উদ্ধার

Facebook
Twitter

বাউফল প্রতিনিধি।।
লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পরে পটুয়াখালীর বাউফলের আলগী নদী থেকে আসলাম (৩৫) এবং তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসি (২২) এর লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হ‌য়ে‌ছে।

নদীর তালতলী এলাকা থেকে বিকেল চারটার দিকে ওই দম্প‌ত্তির লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) ভোর ৫টার দিকে বাউফলের নুরাইনপুর লঞ্চঘাট এলাকায় ঢাকা টু কালাইয়াগামী এমভি ঈগল-৪ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিক আনোয়ার হোসেন নামে একজনকে উদ্ধার করা হলেও কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তিনি মারা যান। ঐ সময় থেকে নিখোঁজ থাকেন আসলাম ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসি। পরবর্তীতে গতকাল দিনভর খুঁজেও তাদের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়