স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়া এত সহজ কাজ নয়। মাঠ ও মাঠের বাইরের দুই রকম ধকল সামলাতে হয় একজন অধিনায়ককে। ‘পান থেকে চুন খসলেই’ সমালোচনা করতে ছাড়েন না সাবেকরা।
আর অধিনায়কের বয়স যদি কম হয়। তবে তো দলের মধ্যেই লেগে যায় নানা ধরনের হাঙ্গামা। সিনিয়রদের সঙ্গে মানিয়ে চলাও আরেক চ্যালেঞ্জ পাকিস্তান অধিনায়কের।
তবে সীমিত ওভারের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া ২৫ বছরের বাবর আজম সমর্থন পাচ্ছেন মোহাম্মদ হাফিজের মতো সিনিয়রের। শুধু সমর্থনই নয়, নতুন অধিনায়ককে রীতিমত প্রশংসায় ভাসালেন হাফিজ।
৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান এক ইউটিউব শো’তে বলেন, ‘পাকিস্তানের দুর্দান্ত এক পারফরমার সে (বাবর)। পাঁচ বছরের ক্যারিয়ারে ইতিমধ্যেই সে দারুণ কিছু ক্রিকেট দেখিয়েছে। যদিও তার যে প্রতিভা, পুরোটা ব্যবহার করতে পারেনি এখনও।’
হাফিজ যোগ করেন, ‘সে আমার ছোট ভাইয়ের মতো। আমি তাকে সামনেও বলেছি, যেখানে দেখতে চাই প্রতিভা অনুযায়ী সে জায়গায় এখনও পৌঁছাতে পারনি। তবে সে এই বাধাগুলো দূর করার চেষ্টা করছে। আমার দৃঢ় বিশ্বাস, সে পাকিস্তান দলকে দীর্ঘদিন সেবা দিতে পারবে।’
বাবরের নেতৃত্ব কেমন লাগে? হাফিজ অবশ্য এখনই সেই সার্টিফিকেট দিতে চাইছেন না। তার ভাষায়, ‘আমি তাকে অধিনায়ক হিসেবে খুব একটা দেখিনি। তার নেতৃত্বে মাত্র দুটি ম্যাচ খেলেছি। তাই যতদিন ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে তার কৌশল না দেখব, অধিনায়কত্ব নিয়ে কিছু বলা ঠিক হবে না।’
তবে শুভকামনা থাকছে হাফিজের, ‘আমি দোয়া করি, যেন সে দীর্ঘদিন পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে পারে এবং সফলতম অধিনায়কদের একজন হয়। সেটা হলে তার যেমন উপকার পাকিস্তান দলের জন্যও। যখন এত উঁচু মানের একজন পারফরমার অধিনায়ক হিসেবে জিততে শুরু করবে, তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।’