শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০
বাবুগঞ্জ প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের বাবুগঞ্জে আগুনে পুড়ে দুটি দোকান ও একটি ঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বাবুগঞ্জ বাজারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৬ টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ বাজারের পশ্চিম প্রান্তে আগুন লাগে। এসময় লোকজন বাবুগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয় লোকজনের চেষ্টায় ১ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ২ টি দোকান ও ১ টি ঘর পুরে ভস্মীভূত হয়ে যায়।
বৈদ্যুতিক শর্ট-সার্কিট এর কারনে আগুনের উৎপত্তি হতে পারে বলে ধারণা করছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বাবুগঞ্জ থানার অভিযোগ কেন্দ্রের কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।
আগুনে লিটু খানের বসতঘর, কাইয়ুমের মোবাইল সার্ভিসিং এর দোকান, বাবুগঞ্জের সর্ববৃহৎ টেইলারের দোকান হিজবুল্লাহ টেইলার্স এ্যান্ড ক্লোথ স্টোর সম্পুন্ন পুরে গেছে। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আবুল হোসেনের বেডিং এর দোকান ও সাইদুর রহমান মৃধার স্টোরেজ এর দোকান এবং লিটন হাওলাদার এর চালের দোকান।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মোস্তফা কামাল চিশতি, মহানগর জামায়েত এর আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পরে বিকাল ৩ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ মাইনুল হোসেন পারভেজ মৃধা, বরিশাল জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা নেছার উদ্দিন খান প্রমূখ।