বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

বামনার সাবেক ভাইস চেয়ারম্যান চিনু জমাদ্দার আর নেই

Facebook
Twitter

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বামনা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন চিনু জমাদ্দার মারা গেছেন।(ইন্না লিল্লাহি…রাজিউন)

শনিবার (১৩ জুন) সকাল ১০টায় হার্ট অ্যাটাক হয়ে উত্তর রামনা নিজ বাড়িতে তিনি মারা যান। এসময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শনিবার বাদ আছর নামাজে জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

আলতাফ হোসেন চিনু জমাদ্দার দীর্ঘদিন রামনা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এছাড়া একবার তিনি বামনা উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি বামনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি সমেবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব হোসেন, সহ-সম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, বামনা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ, রামনা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ডা: কে এম গোলাম আজম প্রমুখ।

জনপ্রিয়