গোলাম কিবরিয়া, বরগুনা।।
পিআরএল এ থাকা বামনা উপজলা স্বাস্থ্য কমপ্লক্সের গুদাম রক্ষকের বাসায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান চোরাই চিকিৎসা সামগ্রী ও সরকারি হাসপাতালর ওষুধ জব্দ করেন। এ ঘটনায় আজ সোমবার সাবেক ওই গুদাম রক্ষক আবদুল খালক (৬০) এর নামে মামলা নিয়ে তাক জেল হাজতে পাঠিয়েছ বামনা থানা পুলিশ। তিনি উপজলার হাসপাতাল রোডের মরহুম রহমত আলীর ছলে।
এর আগে রবিবার দুপুর বামনা হাসপাতাল থেকে চিকিৎসা সামগ্রী চুরি করার সময় হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটজ দেখে তাকে হাতেনাতে ধরে ফলেন। পরে বামনা থানা পুলিশ তার বাসায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোরাই চিকিৎসা সামগ্রী ও সরকারি হাসপাতালের ঔষধ উদ্ধার করন।
এ ঘটনায় রবিবার রাত বামনা উপজলা স্বাস্থ্য কমপ্লক্সর ভারপ্রাপ্ত গুদাম রক্ষক ও উপসহকারি মেডিকল অফিসার জহিরুল ইসলাম সুমন বাদী হয়ে বামনা থানায় সাবেক ওই গুদাম রক্ষক আবদুল খালেককে আসামী করে চুরি ও চুরির মালামাল মজুদ রাখার অভিযাগে একটি মামলা দায়ের করেন।
বামনা হাসপাতাল সূত্রে জানাগেছে, গত ৯ ফেব্রুয়ারী হাসপাতালর গুদাম রক্ষক আ. খালেক অবসর জনিত পিআরএল এ গমন করে। পি আর এল এ থাকার পরও তিনি বিভিন্ন সময় স্টোর রুমে যাতায়াত করতন। আরও জানা গেছে, গুদাম রক্ষক আবদুল খালক এর পূর্বে একাধিকবার চুরির অপরাধে সাময়িক বরখাস্ত হয়েছিলেন।
বামনা উপজলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান জানান, পিআরএল এ থাকার পরেও সাবক এ গুদাম রক্ষক আ. খালক প্রায়ই হাসপাতাল গুদামে যাতায়াত করতেন। বিষয়টি সন্দেহ হলে তিনি ঘটনার দিন সিসিটিভি ফুটজ দেখে পুনরায় স্টোর রুমে প্রবশ করতে দেখতে পান। ওই সাবক গুদাম রক্ষক একটি বাজারের ব্যাগে কিছু নিয়ে রুম থেকে বের হওয়ার ফুটজ দেখে তিনি ও তার সহকর্মীরা হাতে নাতে ওই ব্যাগে থাকা চিকিৎসা সামগ্রীসহ হাতেনাতে ধরে ফেল। এ ঘটনাটি তিনি তাৎক্ষনিক বামনা থানায় জানালে পুলিশ এসে হাসপাতালের ভিবিন্ন রুম থেকে আরা কিছু চিকিৎসা সামগ্রী উদ্ধার করন।
বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল বলেন, সাবক ওই গুদাম রক্ষক আ. খালকের হাসপাতাল রোডের বাস ভবনে অভিযান পরিচালনা করে বাসার ভিতর থাকা গুদাম থেকে ৩৪ বস্তা সরকারি চিকিৎসা সামগ্রী ও ওসুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওই গুদাম রক্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানা হয়েছে।