স্পোর্টস ডেস্ক।।
ফিল ফোডেন ও রিয়াদ মাহরেজের জোড়া গোলে বার্নলির বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে সোমবার রাতে ৫-০ গোলে জিতেছেন পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
এই জয়ের ফলে ৩০ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে সিটি। সমান সংখ্যক ম্যাচ থেকে ৮৩ পয়েন্ট নিয়ে নিশ্চিত শিরোপা জয়ের পথে লিভারপুল।
শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা সিটি এগিয়ে যায় ২২তম মিনিটে। ২০ গজ দূর থেকে জোরালো শটে জাল ভেদ করেন তরুণ মিডফিল্ডার ফোডেন। ৪৩তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান ৩-০ করে ফেলেন মাহরেজে।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভার পাস পেয়ে কাছ থেকে স্কোরলাইন ৪-০ করেন স্প্যানিশ মিডফিল্ডার দাভিদ সিলভা। আর ৬৩তম মিনিটে দারুণ এক আক্রমণে নিজের দ্বিতীয় গোলটি করেন ফোডেন।