সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
স্পোর্টস ডেস্ক।।
করোনার কারণে লিগ বাতিল হওয়ায় তালিকার শীর্ষে থাকার কারণে ফরাসি লিগের শিরোপা উঠেছে পিএসজির হাতে। স্প্যানিশ লিগেও এমন কিছু হলে সম্ভাবনা আছে বার্সেলোনার শিরোপা জেতার। তবে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া জানালেন এমন কিছু হলে মানবে না তার দল। এদিকে বার্সা কোচ কিকে সেতিয়েনও তেমন কিছুর আশা করছেন না। জানালেন, মৌসুম শেষ করে তবেই শিরোপা ঘরে তুলতে চান তিনি। তবে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ মৌসুম শেষ করতে মরিয়া। সভাপতি হ্যাভিয়ের তেবাস বেশ ক’বারই লিগ শেষ করার ব্যাপারে নিজের তীব্র ইচ্ছার কথা সংবাদ মাধ্যমে বলেছেন। তবে অনিবার্য কারণে যদি মৌসুম শেষ নাই করা যায়, তাহলে শিরোপা ওঠার সম্ভাবনা রিয়ালের হাতেই।
সেক্ষেত্রে ব্যাপারটা অন্যায্যই হয়ে যাবে বলে মত দিলেন রিয়াল গোলরক্ষক কোর্তায়া। সম্প্রতি নিজের ওয়েবপাতায় তিনি বলেন, ‘আমরা বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে, তাই এখনো আমাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। মৌসুম বাতিল করা হলে তা হবে দুর্ভাগ্যজনক। যদি তারা প্রতিযোগিতা বাতিল করে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করে, আমার মতে এটা অন্যায্য হবে।
কোর্তোয়া জানালেন, চলতি মৌসুমে রিয়ালই ছিল বার্সেলোনার চেয়ে শ্রেয়তর দল। আর সেটা তারা প্রমাণও করেছে। বেলজিয়ান গোলরক্ষকের ভাষ্য, ‘তারা আমাদের বিপক্ষে একটি ম্যাচ ড্র করেছে এবং একটিতে হেরেছে। আমরা তাদের দেখিয়েছি যে আমরাই সেরা দল। আমরা তাদের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে ঠিকই, কিন্তু আমি অমন সিদ্ধান্ত মানব না।’
এদিকে বার্সা কোচ সেতিয়েন জানালেন, মৌসুম শেষ করে তবেই শিরোপা জিততে চান তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘ভাইরাসের প্রভাব সব দেশে সমানভাবে পড়েনি। আর সিদ্ধান্তগুলোও নিজ নিজ দেশের বাস্তবতা অনুসারে নেওয়া হচ্ছে। মৌসুম শেষ করার ব্যাপারে আমি আশাবাদী, এভাবে শিরোপা জিততে চাই না আমি। আমরা যদি চালিয়ে যেতে পারি, তাহলে মৌসুম শেষ করাটাই হবে যথোপযুক্ত কাজ।’