শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বাড়ি ফিরতে ৩৫০ কি.মি সাইকেল চালিয়ে বৃদ্ধের মৃত্যু

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

করোনা বিস্তার ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশের মতো ভারতেও চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যে বাড়ি ফিরতে ৩৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে ৫০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তাবারাক আনসারী নামের ওই বৃদ্ধ গত দুদিন আগে ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে আরো ১০ জন শ্রমিকের সাথে উত্তর প্রদেশের উদ্দেশে সাইকেল যোগে যাত্রা শুরু করেন। দুদিনে ৩৫০ কিলোমিটার পারি দেয়ার পর মধ্যপ্রদেশের বারওয়ানি এলাকায় পৌঁছলে শনিবার তিনি মারা যান।

ওই বৃদ্ধের সঙ্গে থাকা রামেশ কুমার গন্দ নামের এক শ্রমিক বলেন, আমাদের কোন কাজ ছিল না তাই বাড়ি ফেরা ছাড়া কোন উপায় ছিল না। আমরা প্রায় ৩৫০ কিলোমিটার অতিক্রম করতে পেরেছিলাম। হঠাৎ তাবারক অসুস্থ হয়ে যায় এবং সাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়ে।

পুলিশ ধারণা করছে হিট স্ট্রোক এবং অতিরিক্ত ক্লান্ত হওয়ার কারণে শরীরে পানিশূন্যতায় মারা যেতে পারেন তাবারক। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন , ময়না তদন্তের পরই তাবারকের মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এদিকে এমন পরিস্থিতি ঠেকাতে শ্রমিকদের বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেন এবং বাস চালু করার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতে আগামী ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন।

জনপ্রিয়