শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বাড়ি ফেরাটাই কাল হলো চম্পার

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।
কক্সবাজারের চকরিয়ায় চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে তরুণীর জবাই করা মরদেহ ফেলে দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (০৬ মে) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া-পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক সড়কের চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মরং ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। কোনাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দিদারুল হক সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হত্যার শিকার তরুণী চম্পা খাতুন (১৭) কক্সবাজার সদরের খরুলিয়ার নয়াপাড়ার নছিমন চালক রুহুল আমিনের বড় মেয়ে ও রামুর তেচ্ছিপুল এলাকার শাহ আলম নামে তরুণের স্ত্রী।

জানা গেছে, লকডাউন শুরুর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুফুর বাসায় বেড়াতে গিয়েছিলেন চম্পা। মা-বাবার জন্য মন কাঁদায় শত নিষেধের পরও বুধবার ঝুঁকি নিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। এরপরই হত্যার শিকার হন চম্পা খাতুন।

স্থানীয়দের ভাষ্যমতে, একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে তার জবাই করা মরদেহটি ফেলে দেয়া হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে কোনাখালী ইউনিয়নের মরং ঘোনা এলাকায় রাস্তার উপর একটি মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রথমে তার পরিচয় না পেলেও কক্সবাজার থেকে তরুণীর মা-বাবা ও স্বজনরা থানায় এসে পরিচয় সনাক্ত করেন।

ওসি মো. হাবিবুর রহমান আরও জানান, মরদেহটির মুখ ওড়নায় পেঁচানো অবস্থায় ছিল। তাই ধারণা করা হচ্ছে তাকে গাড়িতেই জবাইয়ের পর রাস্তায় ফেলে দেয় হত্যাকারীরা। গাড়ি এবং হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

জনপ্রিয়