সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন করোনায় আক্রান্ত

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

করোনার উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করতে দেন। সোমবার (২২ জুন) নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

বিএমএ’র মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিএমএ সভাপতির করোনা আক্রান্ত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি এখনো সুস্থ আছেন।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে রাজধানীসহ সারাদেশে চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক ১ হাজার ৯৭ জন, নার্স ৯৫৭ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ১ হাজার ৪৬০ জন। মোট আক্রান্তদের মধ্যে ৪৫ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।

জনপ্রিয়