আন্তর্জাতিক ডেস্ক।।
রাজস্থানের আকাশ থেকে বিকট আওয়াজে উল্কাপিণ্ড-সদৃশ একটি বস্তু খসে পড়েছে। বস্তুটি যে জায়গায় খসে পড়েছে সেখানে দু-তিন ফুট গভীর গর্ত তৈরি হয়েছে।
হিন্দুস্তান টাইমস বলছে, শুক্রবার (১৯ জুন) রাজস্থানের জালোরে জেলার স্যাঞ্চোর শহরের গায়ত্রী চক এলাকায় উল্কাপিণ্ড-সদৃশ বস্তুটি খসে পড়ে। বস্তুটি পড়ার পর পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে খবর দেয়া হয়।
স্যাঞ্চোর শহরের সাব-ডিভিশনাল অফিসার ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, সকাল সাতটা নাগাদ উল্কাপিণ্ডের মতো বস্তুটি পড়ে। বস্তুটির ওজন ২.৮ কিলোগ্রাম মতো।
তিনি বলেন, আমরা একটি বিশাল বড় পাথর পেয়েছি। যা মাটিতে পড়ে দু-তিন ফুট গভীর গর্ত তৈরি করেছে।
ভূপেন্দ্র যাদব আরো বলেন, যে এলাকায় ওই বস্তুটি পড়েছে, তা পুরো ঘিরে রাখা হয়েছে। বস্তুটিকে একটি নিরাপদ জায়গায় রাখা হয়েছে। পরীক্ষা- নিরীক্ষার জন্য সেটি দিল্লিতে পাঠানো হবে।