রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

বিশ্বম্ভরপুরে গাজাঁর গাছসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Facebook
Twitter

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র‌্যাব-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে কাঁচা গাজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সাত্তার মিয়া (৪০)। তিনি উপজেলার মাইজেরটেক গ্রামের মৃত হযরত আলীর পুত্র।

রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃতে জেলার বিশ্বম্ভরপুর থানার মাইজেরটেক গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ কাচা মাদকের গাছ উদ্ধার করা হয়। এ সময় তার বসত ঘরের পিছনে ফসল জমি থেকে চল্লিশটি কাঁচা গাঁজার গাছ যার ওজন ৩০ কেজি হবে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার মোঃ ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয়