আন্তর্জাতিক ডেস্ক।।
করোনাভাইরাস সংক্রমণ ও আক্রান্তের সংখ্যায় প্রতিদিনই চোখে পড়ছে ভিন্ন চিত্র। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যায় যুক্তরাজ্য, ইতালিকে ছাড়িয়ে তৃতীয় অবস্থানে এখন রাশিয়া। বর্তমানে করোনার হটস্পট হয়ে দাঁড়িয়েছে দেশটি।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বুধবার (১৩ মে) রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪২ হাজার ২৭১ জন।
তবে এখানো করোনায় বিশ্বে আক্রান্তের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত ১৪ লাখ আট হাজার ৬৩৬, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
দ্বিতীয়স্থানে থাকা স্পেনে দুই লাখ ৬৯ হাজার ৫২০ জন মানুষ আক্রান্ত হয়েছে।
চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, আক্রান্ত দুই লাখ ২৬ হাজার।
এক সময় তৃতীয়স্থানে থাকা ইতালির বর্তমান অবস্থান পঞ্চম। আক্রান্তের সংখ্যা দুই লাখ ২১ হাজার। অর্থাৎ দেশটি কোভিড-১৯ মোকাবেলায় এখন কিছুটা উন্নতির পথে।
রাশিয়ায় করোনা আক্রান্ত উর্ধ্বমুখীর মাঝেই লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে আক্রান্ত বাড়লেও রাশিয়াতে মৃত্যু কম। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৩ লাখ ৫৭ হাজার ৫৬৫। মারা গেছে দুই লাখ ৯৩ হাজার ২১৬ জন।