সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বিষখালী নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ

Facebook
Twitter

গোলাম কিবরিয়া,বরগুনা।।
বরগুনার বেতাগীতে বিষখালী নদীতে জেলের জালে ‘সাকার মাউথ ক্যাটফিস’ নামের এক বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। বিষখালী নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে শুক্রবার ধরা পড়ে এ বিরল প্রজাতির মাছ। এ মাছটির ওজন হয়েছে প্রায়এক কেজি।

জেলেরা এটিকে ‘টাইগার মাছ’ বললেও এ মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিস’। এ মাছটির শরীরে বাদামি ও কাল রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে।

অনুসন্ধান করে জানা গেছে, সাধারণত এই মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। মাছটি সাধারণত অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়।

এ বিষয়ে বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মো:মোস্তফা আল রাজীব জানিয়েছেন, বিরল প্রজাতির এ মাছটি বিদেশি। বিভিন্ন দেশে এ মাছটি অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। এরা সাধারণত মিঠা পানির তল দেশে বাস করে। এরা শেওলা জাতীয় উদ্ভিদ খায়।

জনপ্রিয়