শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বিসিসি মেয়রের মায়ের রূহের মাগফেরাত কামনায় ১নং ওয়ার্ড যুবলীগের দোয়া-মোনাজাত

Facebook
Twitter

রূপালী ডেস্ক।।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা এবং দক্ষিণ বাংলার আওয়ামী লীগের সিংহ পুরুষ আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী মুক্তিযোদ্ধা ও রাজনীতিক সাহান আরা বেগমের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাদ আসর নগরীর ১নং ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া বাগানবাড়ি জামে বায়তুল্লাহ মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড যুবলীগ নেতা সবুজ মৃধার আয়োজনে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে মরহুমার রূহের মাগফেরাত কামনা ও আবুল হাসানাত আবদুল্লাহর দীর্ঘায়ু কামনা ও তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল মেডিনোভা মেডিকেল সার্ভিস এর পরিচালক সানোয়ার হোসেন, প্রবীণ আ,লীগ নেতা তৈয়ব আলী মৃধা, যুবলীগ নেতা নিলয় রহমান বিটু, যুবলীগ কর্মী মিজু আহম্মেদ, শহীদুল ফরাজি সহ ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আ,লীগের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

জনপ্রিয়