সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
মঠবাড়িয়া প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় বন্যা আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রী ও শারমিন বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২মে) সন্ধ্যায় তাদের লাশ উপজেলার দাউদখালী ইউনিয়নের দক্ষিন গীলাবাদ গ্রাম থেকে উদ্ধার করা হয়। শারমিন বেগম দক্ষিন গীলাবাদ গ্রামের ছিদ্দিক হাওলাদারের স্ত্রী ও বন্যা আক্তার একই গ্রামের হেমায়েত হাওলাদারের মেয়ে।
থানা পুলিশ, স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বন্যা আক্তার শুক্রবার নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দিন মজুর পিতা বিকালে তার লাশ বসত ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়। নিহত বন্যা আক্তার স্থাণীয় দধীভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী।
থানা পুলিশ সূত্র জানান, নিহত শারমিন বেগমের সাথে ৩ বছর আগে ভ্যান চালক ছিদ্দিক হাওলাদারের সাথে চট্টগ্রাম বসে প্রেম করে বিয়ে হয়। তাদের কোন সন্তান নাই। নিহতের স্বামী একটি বিড়ালের ছানা পোষত ওই ছানাটিকে শুক্রবার বিকালে ফিটারের মাধ্যমে দুধ খাওয়াচ্ছিল। এ নিয়ে স্ত্রী শারমিন বেগম স্বামীকে বকা-ঝকা দেন এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে সন্ধ্যায় স্ত্রী শারমিন বেগম নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত ওই গৃহবধু ঝালকাঠী জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের আবুল কালামের মেয়ে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমো. মাসুদুজ্জামান ওই জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, শনিবার (২৩ মে) তাদের লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপতাল মর্গে প্রেরন করা হবে। ময়না তদন্তের পরে তাদের মৃত্যুর প্রকৃত কারন নিশ্চিত হওয়া যাবে।