বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

বিড়ির ওপর ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে বরিশালে মানববন্ধন

Facebook
Twitter

রূপালী বার্তা।।
প্রস্তাবিত ২০২০-২১ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর ‘বৈষম্যমূলক’ ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ৬ দফা দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা ১১ টায় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বরিশাল অঞ্চলের উদ্যোগে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বরিশাল বিড়ি শ্রমিক ফেডারেশন এর সভাপতি শাহআলম ও বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন ( ঢাকা) সিনিঃ সহ সভাপতি মোঃ লোকমান হাকিম।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে প্রতি প্যাকেট বিড়িতে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে ৪ টাকা। যা শতকরা বৃদ্ধি হার ২৮.৫৭%। অপরদিকে কমদামী সিগারেটে প্রতি প্যাকেটে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে মাত্র ২ টাকা। বক্তারা বলেন, এটি বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক আচরণ। যা বিড়ি শিল্পের উপর হুমকি স্বরূপ।

বক্তারা বলেন, এতে করে বিড়ি ফ্যাক্টরিরর সংখ্যা কমে যাবে এবং লাখ লাখ বিড়ি শ্রমিক বেকার হয়ে পড়বে।

মানববন্ধনে ৬টি দাবী তুলে ধরা হয়। দাবীগুলো হলো, বিড়ি শ্রমিকদের মজুরী বৃদ্ধি, বিড়ির উপর ট্যাক্স কমানো, সিগারেটের মূল্য বৃদ্ধি, নকল বিড়ির ব্যবসা বন্ধ, ভারতের ন্যায় বিড়ি শিল্পের সুরক্ষা আইন বাস্তবায়ন ও বিকল্প কর্মসংস্থান তৈরি না করে বিড়ি শিল্পের ক্ষতি না করা।

মানববন্ধনে অর্ধ সহস্রাধিক বিড়ি শ্রমিক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়