মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
Menu
Menu

বুবলি আর নয়, নতুন নায়িকা চান শাকিব খান

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।

ঢাকাই সিনেমার মাস্টার মেকার খ্যাত নির্মাতা মালেক আফসারী তার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। এতে অভিনয় করবেন চিত্রনায়ক শাকিব খান। তবে এ ছবিতে শাকিব নায়িকা হিসেবে নতুন কাউকে চাচ্ছেন। এমনটাই জানালেন ছবির পরিচালক মালেক আফসারী ও সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল।

প্রযোজক ইকবাল বলেন, বুবলিকে নিয়ে বেশকিছু চলচ্চিত্র নির্মাণ করেছি। তাই নতুন কোনো নায়িকা নিয়ে কাজ করতে চাচ্ছেন শাকিব। বর্তমানে আমাদের নায়িকা-সংকট রয়েছে। আশা করছি নতুন এই ছবির মধ্য দিয়ে নতুন একটি জুটি পেতে যাচ্ছে ঢালিউড।

এ প্রসঙ্গে পরিচালক মালেক আফসারি বলেন, শাকিব খানকে নিয়ে একটি গল্প রেডি করছি, অ্যাকশনধর্মী। এই ছবিতে আমার নতুন এমন একজন নায়িকা চাই যিনি চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন। তবে কে নায়িকা হবে তা নিয়ে এখনো ভাবছি না। তবে নতুন এই ছবিতে বুবলি থাকছে না। মালেক আফসারী পরিচালিত শাকিব খান অভিনীত নাম ঠিক না হওয়া নতুন এই ছবিটির শুটিং কবে শুরু হবে তা এখনো জানানো হয়নি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু হবে।

জনপ্রিয়