সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বুরকিনা ফাসোতে পৃথক সশস্ত্র হামলায় নিহত ৫০

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় গত কয়েকদিনে জিহাদিদের পৃথক সশস্ত্র হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩০ মে) ত্রাণের গাড়িবহরে জিহাদিদের হামলায় ১০ জন নিহত হয়ছেন। দেশটির সরকারি সূত্র রবিবার একথা জানায়।

এক বিবৃতিতে বলা হয়, শনিবার উত্তরাঞ্চলীয় শহর বারসালোঘোর কাছে ওই হামলা চালানো হয়। ত্রানের গাড়িবহরটি উত্তরাঞ্চলীয় ফোবি শহরে ত্রাণ পৌঁছে দিয়ে ফেরার পথে এতে হামলা হলে কমপক্ষে পাঁচ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত এবং প্রায় ২০ জন আহত হন। এতে আরো বলা হয়, দেশটির পূর্বাঞ্চলে একটি পশু বাজারে শনিবার অপর এক হামলায় আরো ২৫ জন নিহত হয়েছেন।

এদিকে দেশটির লোরোম প্রদেশে গত শুক্রবার স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর প্রহরায় থাকা একটি গাড়ি বহরের ওপর হামলায় ১৫ জন নিহত হন। ওই হামলাটিও জিহাদিরা চালিয়েছে বলে দাবি করা হয়।

সাবেক ফরাসি ঔপনিবেশিক এই দেশটি জিহাদি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির একটি। এখানে এ পর্যন্ত ৯০০-এর বেশি মানুষ জিহাদিদের হামলায় নিহত হয়েছেন। গত পাঁচ বছরে দেশটির প্রায় ৮ লাখ ৬০ হাজার মানুষ তাদের বাড়ী-ঘর থেকে পালিয়ে গেছেন।

জনপ্রিয়