সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
বৃষ্টি কবিতা
জাফর আহম্মেদ
আসমান ঝরে
বৃষ্টি পড়ে আল্লাহর রহমতে।
বৃষ্টি তুমি এসেছো আমায়
রিমঝিম গান শোনাতে।
আল্লাহর তরে কবির সুরে
রিমঝিম গান-বাজনা মাদল এসেছো তুমি বর্ষা ও শ্রাবণে।
কবির সুরে ডাকছেন তাকে
রিমঝিম আবহাওয়া থেকে।
বৃদ্ধ বলে আমি ক্লান্ত নই
রিমঝিম বৃষ্টি থেকে।