বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Menu
Menu

বেতাগীতে ঈদ সামগ্রী উপহার দিলেন রিয়াজ সিকদার

Facebook
Twitter

বেতাগী প্রতিনিধি।।

বরগুনার বেতাগীতে সমাজসেবক ও ব্যবসায়ী মো.রিয়াজ সিকদারের ব্যাক্তিগত উদ্যোগে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মহামারি করোনা ও প্রাকৃতিক দূর্যোগ আম্ফানের প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে শনিবার (২৩ মে) সকাল ৯টায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ড সংলগ্ন এলাকয় সাধারণ মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

দিনব্যাপী সংশ্লিষ্ট এলাকায় প্রায় ছয় শতাধিক দিনমজুর ও সুবিধাবঞ্চিত সাধারণ লোকদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক ও ব্যবসায়ী মো.রিয়াজ সিকদার,আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম ফোরকান গাজী, বিবিচিনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম।

স্থানীয় ক্ষতিগ্রস্থ ও ঈদ উপহার প্রাপ্ত নছিমন বিবি বলেন, আমাদের এলাকার পোলা(সন্তান) ঈদে মোগো অসহায় মানুষের খোঁজখবর নিয়েছেন দোয়া করি আল্লাহ তার মঙ্গল করুন।

এ সহায়তা প্রদানকালে মো.রিয়াজ সিকদার বলেন, সাধারণ মানুষের মাঝে সামান্য ঈদ উপহার দিতে পেরে নিজের কাছে ভালো লাগছে। শুধুমাত্র ঈদ আনন্দ ভাগাভাগি করাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য।

জনপ্রিয়