বেতাগী প্রতিনিধি।।
দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরেরর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বুধবার (১৫ জুলাই) মাগরিব নামাজের পর বেতাগী প্রেসক্লাবে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মিলাদ পরিচালনা করেন বেতাগী প্রেসক্লাবের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম।
বেতাগী প্রেসক্লাবের সাধারন সম্পাদক স্বপন কুমার ঢালী এর সঞ্চালনায় মরহুম নুরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ‘ইত্তেফাক প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মজনু,দৈনিক যুগান্তরের বেতাগী উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম ইরান,প্রেসক্লাবের প্রচার সম্পাদক মিজানুর রহমান ডাব্লিউ,নয়াদিগন্ত প্রতিনিধি কামাল হোসেন খান,রমেনচন্দ্র দেবনাথ,বাংলাদেশের খবর প্রতিনিধি অলি আহম্মেদ প্রমুখ।
বিশেষ দোয়া ও মিলাদে বেতাগীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।