রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বেতাগীতে প্রায়ত মেয়র’র মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ

Facebook
Twitter

বেতাগী প্রতিনিধি।।

বরগুনার বেতাগী পৌরসভার সাবেক মেয়র ও বরগুনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বিশ্বাস এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।মঙ্গলবার (২৮ জুলাই) বাদ আসর মরহুমের বাড়ির জামে মসজিদে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আ.রাজ্জাক খান, বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম গোলাম কবির। উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও মরহুমের পুত্র বিএম আদনান খালিদ মিথুনসহ বেতাগী উপজেলার আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবিন্দসহ নানা স্তরের সাধারন মানুষ উপস্থিত ছিলেন এবং উপস্থিত সকলে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

জনপ্রিয়