বেতাগী প্রতিনিধি।।
বরগুনার বেতাগীতে জমিসংক্রান্ত জেরকে কেন্দ্র করে এক মহিলা ইউপি সদস্যের বসতঘরে হামলা ও ভাংচুর করেন দুর্বিত্তরা। গত ২২ মে রোজ বৃহস্পতিবার উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের গ্রার্মদ্দন গ্রামের মৃধা বাড়িতে ঘটনাটি ঘটে। ভূক্তভোগী শেফালি বেগম বুড়ামজুমদার ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।
জানা যায়, উপজেলার গ্রার্মদ্দন গ্রামের বাসিন্দা মো.হাবিব মৃধার সাথে একই এলাকার বাসিন্দা মো. কামরুল ও মজিবুল হক চৌকিদারের সাথে বেশ কিছু সময় ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। আকস্মিক ঘূর্ণিঝড় আম্ফানের সময় মো. হাবিব মৃধার একটি পাক ঘর পড়ে গেলে মেরামত করার সময় কামরুল ও মজিবুল বাধা দেয়। এক সময়ে তর্কাতর্কি হলে কামরুল ও তার কিছু লোকজন মিলে হাবিব মৃধার বসতঘরে হামলা ও ভাংচুর শুরু করে। এলাকার লোকজনের সাথে কথা বললে জানা যায়, হামলা ও ভাংচুরের সময় হাবিব মৃধার স্ত্রী শেফালী বেগম একা বাড়িতে ছিলেন এবং অনেকেই ভাংচুর করতে দেখেছেন।
শেফালী বেগম বলেন, বসতঘরের উপর হামলা ও ভাংচুর হওয়ার পরে আমি বেতাগী থানায় লিখত অভিযোগ দিয়েছি। এসআই রায়হান আহম্মেদ সোহেল ঘটনাস্থলে এসে তদন্ত করেছেন কিন্তু মামলা রুজু হয়নি।
বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।