রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

বেতারের উপ-মহাপরিচালক ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

Facebook
Twitter

গণমাধ্যম ডেস্ক।।
বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ সস্ত্রীক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত। তিনি বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের শীর্ষ কর্মকর্তা। তিনি বিসিএস (তথ্য) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।

রোববার (১৪ জুন) বিসিএস তথ্য সার্ভিস অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক জ্যোতির্ময় গোলদার এ তথ্য নিশ্চিত করেন।

দেশের সব প্রাকৃতিক দুর্যোগের সময়ে তারবিহীন রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে বাংলাদেশ বেতার উপকূলীয় জনসাধারণের জীবনের জন্য লাইফ লাইনের ভূমিকায় অবতীর্ণ হয়। এ সময়ে সব ধরনের ছুটি বাতিলপূর্বক ২৪/৭ নিরবচ্ছিন্নভাবে বিশেষ আবহাওয়া বুলেটিন এবং সরকার নির্ধারিত করণীয় প্রচার করা হয়। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্ফানেও উপ-মহাপরিচালকের প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশ বেতারের কর্মকর্তারা করোনা ভয়কে উপেক্ষা করে নিরবচ্ছিন্নভাবে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করেন।

হঠাৎ করোনার লক্ষণ দেখা দিলে তিনি এবং তার স্ত্রী গত ১২ জুন নমুনা পরীক্ষা করতে দেন। রোববার (১৪ জুন) তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হন। তিনি বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

জনপ্রিয়