Menu
Menu

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর ৩৮ জন করোনায় আক্রান্ত

Share on facebook
Share on google
Share on twitter

স্পোর্টস ডেস্ক।।

ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব ফ্লামেঙ্গোর ৩৮ জন করোনা টেস্টে পজিটিভ হয়েছেন বলে জানিয়েছে ক্লাবটি। ২০১৯ কোপা লিবার্তোদেস চ্যাম্পিয়ন ক্লাবটির সঙ্গে সংশ্লিষ্ট ২৯৩ জনের পরীক্ষা করা হয়। এর মধ্যে ক্লাবটির প্রথম দলের ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ক্লাবটি জানায়, ৩৮ জনের মধ্যে ২ জন খেলোয়াড়সহ ১১ জন আগেও কভিড-১৯ এ পজিটিভ এসেছিলেন।

এক বিবৃতিতে ফ্লামেঙ্গো জানিয়েছে, যেসব ফুটবলার ও তাদের পরিবারের সদস্য বা কর্মচারি করোনায় আক্রান্ত হয়েছেন তারা কোয়ারেন্টিনে থাকবে। দৈনিক তাদের মনিটর করা হবে এবং ভাইরাসের লক্ষণ সম্পর্কে অবলোকন করা হবে। তারা করোনামুক্ত হলে আবারো নিয়মিত কাজে ফিরতে পারবেন।

ফ্লামেঙ্গো কোচ জর্জ জেসুস গত মার্চে করোনায় পজিটিভ হন। যদিও তার লক্ষণ খুব দুর্বল ছিলো। সপ্তাহ খানেক পরই তাকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছিলো।

করোনার কারণে লোকসান কমাতে ক্লাবটির ফুটবলাররা মে ও জুন মাসের বেতন ২৫ শতাংশ কম নিতে সম্মত হয়েছে। আগামী সপ্তাহে আবারো অনুশীলনে ফিরবে তারা।

সর্বশেষ