বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ব্রাজিলে একদিনে শনাক্ত ৩৩ হাজার

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

ব্রাজিলে বিগত ২৪ ঘণ্টায় ৩৩ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে সারা বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড সৃষ্টি হলো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার (৩০ মে) দেশটিতে ৩৩ হাজার ২৭৪ জনের করোনা শনাক্ত হওয়ার মধ্য দিয়ে সে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ, ৯৮ হাজার ৪৪০ জন। শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যার বিচারে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ৯৫৬ জন। সবমিলে ব্রাজিলের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৪ জনে। মৃত্যুর সংখ্যা বিচারে ব্রাজিলের অবস্থান চতুর্থ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালির পরেই তাদের অবস্থান।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি হতে পারে। এমন পরিস্থিতির মধ্যেও সেখানে লকডাউন শিথিল করার চিন্তাভাবনা করছে ডানপন্থী সরকার।

জনপ্রিয়