আন্তর্জাতিক ডেস্ক।।
করোনাভাইরাস মহামারিতে মৃত্যুপুরী হয়ে ওঠা ব্রাজিলে মোট প্রাণহানির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সংক্রমণ শুরুর মাত্র চার মাসের মধ্যেই এত বিপুল সংখ্যক লোকের প্রাণ কাড়ল ভাইরাসটি।
করোনা সংক্রমণের তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫০ হাজার ৫৮ জন। আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭০ হাজার ১৩৯ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশটি। একমাত্র যুক্তরাষ্ট্রেই এরচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত ও মারা গেছেন।
গত ২৬ ফেব্রুয়ারি প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় ব্রাজিল। এরপর থেকেই হু হু করে বাড়ছে সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইউরোপের পর করোনা সংক্রমণের নতুন কেন্দ্র হয়ে উঠেছে এ অঞ্চলটি।
ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫৭১ জন, মারা গেছেন ৯৬৮ জন। এর আগের দিন অবশ্য দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৫ হাজারের বেশি ছিল, মারা গিয়েছিলেন ১ হাজার ২২১ জন।
ব্রাজিলে আক্রান্তদের সংখ্যা অত্যাধিক হলেও সুস্থ হয়ে ওঠার হারও যথেষ্ট। সরকারি হিসাবে, দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৪৩ হাজার ১৮৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।