Menu
Menu

বয়ফ্রেন্ডের সন্তানের মা হচ্ছেন অভিনেত্রী

Share on facebook
Share on google
Share on twitter

বিনোদন ডেস্ক।।
প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন মার্কিন মডেল অভিনেত্রী গিগি হাদিদ। এই সন্তানের বাবা হচ্ছেন তার প্রেমিক জাইন মালিক। ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালকন’ নামের টেলিভিশর অনুষ্ঠানে এ কথা জানান অভিনেত্রী নিজেই।

জানা গেছে, ২৫ বছর বয়সী এই সুপারমডেল নিজের বাড়ি থেকেই ‘দ্য টুনাইট শো’তে যুক্ত হন। বৃহস্পতিবার অনুষ্ঠানের চুম্বক অংশে খবরটি প্রকাশ হয়।

গিগি হাদিদ জানান, সোশ্যাল ডিসটেন্সিং-এর এই সময়টা তার ভালোই কাটছে। বাড়িতে বন্দী থেকে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে।

অবশ্য মঙ্গলবার এই মডেলের মা ইয়োলান্দা হাদিদ এই বিষয়ে জানান, গত সেপ্টেম্বরে তিনি মা হারিয়েছেন। এখন সংসারে আরেকজন আসার খবর শুনেছেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে গায়ক জাইন মালিকের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেন হাদিদ। বর্তমানে করোনাভাইরাসের ফলে লকডাউনে তারা একসঙ্গে সময় কাটাচ্ছেন।

সর্বশেষ