ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
মায়ের দ্বিতীয় স্বামীর ছেলের সাথে স্ত্রীর পরকীয়ায় বলি হলেন স্বামী বেল্লাল সরদার (২৭) নামের এক সন্তানের জনক। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামে। বেল্লাল ওই গ্রামের বাসিন্দা জলিল সরদারে ছেলে।
স্থানীয় সূত্র এবং নিহত বেল্লালের চাচি রানী বেগম জানান, প্রায় ১৪ বছর পূর্বে ভান্ডারিয়া পৌর শহরের বাসিন্দা মো. জামালের প্রথম স্ত্রীর মেয়ে সোনিয়ার সাথে ইসলামিয়া শরিয়া মোতাবেক বেল্লালের সাথে বিবাহ হয়। এই সংসারে মো. ঈসা নামের ৯ বছরের একটি পুত্র সন্তান রয়েছে এবং সে স্থানীয় কাপলির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। নিহত বেল্লাল ইটভাটায় শ্রমিকের কাজ করে সংসার চালাতো। বিপত্তি ঘটে স্ত্রী সোনিয়ার মায়ের স্বামী জামালের থেকে বিচ্ছেদ হয়ে সাতক্ষীরায় দ্বিতীয় বিয়ে করে। সেখানে তার ৩টি পুত্র সন্তান রয়েছে। তার মধ্যে মো. রাজু নামের এক সন্তান বৈমাত বোনের বাড়িতে বেড়াতে এসে সৎ বোনের সাথে পরকীয়া জড়িয়ে পরে বলে অভিযোগ পরিবারের।
এ ঘটনা জানাজানি হলে উক্ত বেল্লাল স্ত্রীর সাথে অভিমান করে ভান্ডারিয়া পৌর শহরের ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় বাসা ভাড়াকৃত ঘর ছেড়ে নিজের পৈত্রিক বাড়িতে চলে যান এবং বসবাস শুরু করে।
ভুক্তোভোগি পরিবার ও এলাকাবাসির মুখে জানা গেছে, স্ত্রীর এ ধরনের পরকিয়ার ঘটনা স্বামীর নিজের হাতেনাতে ধরা পড়ায় পরকীয়া প্রেমিক এবং স্ত্রী মিলে গত মঙ্গলবার (৫অক্টোবর) দুপুরের দিকে স্বামী বেল্লালকে জোড় করে বিষ পান করানোর পরে নিজেরাই ভান্ডারিয়া হাসপাতালে জ্বর, পাতলা পায়খানার রোগী বলে ভর্তি করান। বিষয়টি ডাক্তাররের সন্দেহ হলে বেল্লালকে দ্রুত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর বেল্লাল বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (০৭ অক্টোবর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে স্বামীর মৃত্যুতে পরিবার স্বজনদের মধ্যে শোকের মাতম দেখা গেলেও স্ত্রীর মধ্যে সে রকম কোন অনুভূতি দেখা যায়নি বলে ভুক্তিভোগি পরিবারের অভিযোগ। এ ঘটনায় নিহত বেল্লালের বাবা মো. জলিল সরদার বাদি হয়ে পুত্রবধূ সোনিয়া, তার সৎ ভাই রাজুকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, বরিশাল কোতয়ালী থানায় লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং নিহত বেল্লালের বাবা বাদী হয়ে দুই জনকে আসামী করে ভান্ডারিয়াথানায় একটি মামলা করে।