বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।
কাশ্মির ইস্যুতে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাওজয়া। তিনি বলেছেন, দিল্লি কাশ্মিরি জনগণের মুক্তিযুদ্ধকে থামিয়ে দিতে পারবে না। সেখানে কাউকে একতরফা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া হবে না। কারণ এটি এমন কোনও বিষয় নয় যে, সামরিক শাসন জারি ও স্বাধীনতাকামীদের হত্যার মাধ্যমে তা থামিয়ে দেওয়া যাবে। রবিবার (২৪ মে) পাক-ভারত সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

জেনারেল কামার জাভেদ বাওজয়া বলেন, ভারতের দখলকৃত কাশ্মিরে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। কাশ্মিরিদের দুরাবস্থা থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে ভারতীয় বাহিনী যৌথ সীমান্তে এবং আজাদ কাশ্মিরে অব্যাহ হামলা চালাচ্ছে।

গত আগস্টে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের স্বায়ত্তশাসন তুলে নেয় ভারতের নরেন্দ্র মোদি সরকার। এমনকি প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করে অঞ্চলটির রাজ্যের মর্যাদাও বাতিল করা হয়। গণবিস্ফোরণ ঠেকাতে জারি করা হয় কারফিউ। পুরো উপত্যকাজুড়ে চালানো হয় ব্যাপক ধরপাকড়। ঘরে ঘরে ঢুকে কিশোর-তরুণদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। সে সময় এর প্রতিবাদে সোচ্চার হয় পাকিস্তান। রবিবার নতুন করে কাশ্মির ইস্যুতে ভারতকে বার্তা দিলো ইসলামাবাদ। সূত্র-আনাদোলু এজেন্সি, পার্স টুডে।

জনপ্রিয়